ভারতীয় ফলমূল শাক-সবজি আমদানি নিষিদ্ধ করেছে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ২৯ মে ২০১৮

ভারতের কেরালা রাজ্য থেকে ফলমূল ও শাক-সবজি আমদানি নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব অামিরাত। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা থেকে জীবিত প্রাণী আমদানি নিষিদ্ধ করেছে দেশটি।

নাগরিক স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মঙ্গলবার আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন।

আমিরাতের জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশ মন্ত্রণালয় বলছে, খাবারের মাধ্যমে বিপজ্জনক নিপা ভাইরাস ও রিফট ভ্যালি ফেভারের (আরভিএফ) প্রবেশ দেশে ঠেকাতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কেরালার আম, খেজুর এবং কলায় নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই সতর্ক বার্তার পর ভারতের এ রাজ্য থেকে ফলমূল এবং শাক-সবজি আমদানি নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় রিফট ভ্যালি ফেভারের বিস্তার ঘটার পর সতর্কতা জারি করেছে বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ)। সংস্থাটির এই সতর্কবার্তার পর সেদেশ থেকেও জীবিত পশু আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে আবুধাবি।

সূত্র : গালফনিউজ।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।