সিলেটে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু


প্রকাশিত: ১০:৫৬ এএম, ০১ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকার চালকসহ আরো দুইজন। শনিবার সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি হাজীপুর ঘনশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাগাডহর গ্রামের আলকাছ উদ্দিন (৭০) ও তার ছেলে আলতাফ উদ্দিন (৩৫)। আহতরা হলেন, নিহত এখলাছ উদ্দিনের ছেলে দুবাই প্রবাসী জমির উদ্দিন (৪০), বাগাডহর জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিক আলী (৩০) ও প্রাইভেটকার চালক এমদাদুল হক (২৮)। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের প্রতিবেশী পুলক নাথ জানান, নিহত আলকাছ উদ্দিনের ছেলে আহত জমির উদ্দিনের শনিবার বেলা ১১টায় দুবাই যাওয়ার ফ্লাইট ছিলো। বড়লেখা থেকে প্রাইভেটকার নিয়ে তারা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলেন।
    
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. মো. রাশিদুন নবী জাগো নিউজকে বলেন, আহতদের মধ্যে সিদ্দিক আলীর অবস্থা খুবই আশঙ্কাজনক। তার মাথায় ৭০ ভাগই কাজ করছে না। অন্য দুজনের অবস্থা আশঙ্কামুক্ত।

গোলাপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী জানান, শনিবার সকালে উপজেলার ফুলবাড়ী এলাকায় একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলতাফের মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আলকাছ।

ছামির মাহমুদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।