ভারতে ৩৬ বাংলাদেশিকে আটক, মামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৮ মে ২০১৮

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে ৩৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। শনিবার জেলার দুটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে ফৌজাদারি মামলাও করেছে পুলিশ।

কোনো বৈধ কাগজপত্র ছাড়াই কিছু ব্যক্তি পুনে শহরের যাবত ও বদগাঁও নিবলকার গ্রামে বসবাস করছেন- এমন তথ্য পেয়ে পুনের সন্ত্রাসবিরোধী পুলিশের বিশেষ স্কোয়াড স্থানীয় থানা পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় ৩৬ বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ।

আটকদের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি মামলা দায়ের করেছে ।

সূত্র: ইইনাড়ু ইন্ডিয়া।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।