দেশজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা, শত্রুরা আঘাত হানতে পারবে না : ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৭ মে ২০১৮

ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ফারযাদ ইসমাইলি বলেছেন, পুরো দেশজুড়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে। এর ফলে শত্রুরা ইরানের আকাশে প্রবেশের সুযোগ পাবে না। শনিবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

ফারযাদ ইসমাইলি বলেন, বিমান প্রতিরক্ষা ঘাঁটির আওতায় রয়েছে ইরানের তিন হাজার ৭০০টি পয়েন্ট। এর ফলে শত্রুর কোনো কিছুই ইরানের আকাশসীমা ভেদ করে আঘাত হানতে পারবে না।

তিনি বলেন, কোনো আলোচনার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা যাবে না। শত্রুদের আঙুল ট্রিগারের দিকে এগিয়ে গেলেই এমন জবাব পাবে যে, পরবর্তীতে এই কাজের জন্য অনুশোচনা করবে।

ফারযাদ ইসমাইলি বলেন, পরমাণু সমঝোতা সই হওয়ার পর থেকেই আমেরিকা তা বাস্তবায়নে গড়িমসি করে আসছিল। এ কারণে এখন আমেরিকা ঘোষণা দিয়ে বেরিয়ে যাওয়ার পর তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কারণে মানুষের দৃঢ়তা ও মনোবল আরও বাড়বে বলে তিনি মন্তব্য করেন। পার্সট্যুডে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।