৯৮ হাজার হজ যাত্রীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

অনুমতিপত্র ছাড়া মক্কা প্রবেশকালে প্রায় ৯৮ হাজার হজের উদ্দেশ্যে যাওয়া অভিবাসীকে ফেরত পাঠিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, অবৈধভাবে মক্কায় প্রবেশকালে প্রায় ৯৮ হাজার হজ যাত্রী এবং ২৫ হাজার ২১৬টি যানবাহন ফেরত পাঠানো হয়েছে। এছাড়াও, প্রায় ৮৫টি যানবাহনের লাইসেন্স বাতিল করা হয়েছে।

যানজট কমানো ও হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে মক্কায় খাদ্যবস্তু, তরল পদার্থ ও জরুরি ওষুধ ছাড়া বড় ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
 
প্রসঙ্গত, গত বছর অবৈধভাবে মক্কায় প্রবেশকালে চার হাজার অভিবাসীকে আটক করে তাদের আঙ্গুলের ছাপ নিয়ে ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করেছিল দেশটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।