হাজারো দর্শক মাতালো প্রাণ ফ্রুটো ‘ঈদ পুনর্মিলনী কনসার্ট’


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৩১ জুলাই ২০১৫

সিলেটের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুক্রবার বিকেলে জমে উঠেছিলো ‘প্রাণ ফ্রুটো ঈদ পুনর্মিলনী কনসার্ট’। কথা ও সুরের জাল বুনে কনসার্ট দেখতে আসা হাজারো দর্শককে তিন ঘণ্টার বেশি সময় ধরে বিমোহিত করে রাখেন ব্যান্ড তারকা হাসান, পাওয়ার ভয়েজের সজল, ব্যান্ড শিল্পী টিনা মোস্তারি ও সিলেটের স্থানীয় ব্যান্ডদল অরফিয়াস।

তারুণ্যের উদ্যমকে আরো গতি এনে দিতে দেশ সেরা ব্র্যান্ড প্রাণ ফ্রুটো আয়োজন করে এই ‘ঈদ পুনর্মিলনী কনসার্টের। ছয়টি বিভাগীয় শহরে ধারবাহিক আয়োজনের অংশ হিসেবে সিলেটে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো ‘প্রাণ ফ্রুটো ঈদ পুনর্মিলনী কনসার্ট’।

সিলেটে সকাল থেকে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বিকেল তিনটা থেকে নামে অঝোর ধারায় বৃষ্টি। বিকেল ৫টার দিকে বৃষ্টি অনেকটা কমে যায়। এরপর সোয়া পাঁচটায় কনসার্ট শুরুর পরপরই আবারো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। কিন্তু সেই বৃষ্টি বাধা হতে পারেনি দর্শকদের উচ্ছ্বাস প্রকাশে।

প্রথমে মঞ্চে আসেন উপস্থাপক লাক্স চ্যানেল আই সুপারস্টার ও মডেল সুস্মিতা টুসী। তার আহ্বানে কনসার্টে প্রথম গান গাইতে ওঠেন টিনা মোস্তারি। তিনি পাঁচটি গান শোনান।

এরপর সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে মঞ্চে আসেন প্রাণের ক্যাটাগরি ম্যানেজার হাসিব কামাল। তিনি বলেন, তারুণ্যের উদ্যমকে আরো গতি এনে দিতে ও ঈদের আনন্দকে আরো রঙিন করতেই প্রাণ ফ্রুটোর এই আয়োজন। ‘প্রাণ ফ্রুটো ঈদ পুনর্মিলনী কনসার্ট’ আপনাদের ভালো লাগবে আশা করছি।



তার এই সংক্ষিপ্ত বক্তৃতার পর আবারো শুরু হয় গান। এরপর রূপবানে নাচে কমর দোলাইয়া-দোলা দেসহ তিনটি গান করেন টিনা। টিনার গানের পর যেখানে থাকেন কোমল পানিয় প্রাণ ফ্রুটো সঙ্গে থাকুক এই আহ্বান জানিয়ে পাওয়ার ভয়েজের শিল্পী সজল তার জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান।

এরপর আসেন কনসার্টের মূল আকর্ষণ ব্যান্ড তারকা হাসান। তিনি কথার পাশাপাশি গানে বিমোহিত করে রাখেন দর্শকদের। ‘এতোকষ্ট কেন ভালোবাসায়’ ‘অজুত লক্ষ কোটি তারায়’ ‘আজ এই মেঘে ঢাকা রাত’, ‘এতো দূরে যে চলে গেছো’, ও ‘প্রশ্ন’ এ গান পাঁচটি শোনান তিনি।

এ সময় দর্শক স্রোতারাও তার সঙ্গে কণ্ঠ মেলান। একে পর এক স্লোগান ওঠে `হাসান-হাসান`। আর্ক’র জনপ্রিয় আরো কয়েকটি গান গেয়ে তিনি মাতিয়ে রাখেন অনুষ্ঠান। এর আগে সিলেটের ব্যান্ড অরফিয়াস’র সদস্যরা কয়েকটি জনপ্রিয় গান করেন।

কনসার্টে মিডিয়া পার্টনার ছিল জাগোনিউজ২৪ডটকম। সহযোগিতায় ছিল প্রাণের মার্কেটিং ইভেন্ট। অনুষ্ঠানে উপস্থাপককে সহযোগিতা করেন প্রাণের সহকারি ব্র্যান্ড ম্যানেজার আশফাকুর রহমান (রবিন)।

ছামির মাহমুদ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।