ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ যুবককের কারাদণ্ড


প্রকাশিত: ১১:৪৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

মাদারীপুর জেলা শহরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নাজমুল শিকদার,ইমন খান ও রাশেদুল  ইসলাম।

মাদারীপুর ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএআই) আবুল কালাম আজাদ জানান, স্কুলগেটে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও শারীরিকভাবে লাঞ্ছিত করে কয়েকজন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে মাদারীপুর ডিবি পুলিশের একটি দল।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন গিয়াস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক নাজমুল শিকদারকে ১৫ দিনের কারাদণ্ড, ইমন খানকে দুদিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা ও রাশেদুল ইসলামকে দুদিনের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানার আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।