মনপুরার ট্রলার ডুবিতে ৩৮ জেলে নিখোঁজ


প্রকাশিত: ১২:১৩ পিএম, ৩১ জুলাই ২০১৫
ফাইল ছবি

ভোলার মনপুরার অদূরে বঙ্গোপসাগরে দুইটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩৮ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শুক্রবার ভোরে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ঢেউয়ের আঘাতে ট্রলার দুইটির তলা ফেটে গেলে এ ঘটনা ঘটে।  

নিখোঁজ জেলেরা হলেন, মনপুরা উপজেলার দক্ষিণ ও উত্তর সাকুচিয়া গ্রামের সালাউদ্দিন মাঝি, সোহেল, রিয়াজ, মহসিন, মো. ইউনুছ, মো. রুবেল, মো. সামসুদ্দিন, মো. জাকির, সামসুদ্দিন, মো. নুরন্নবী, মো. সিরাজ, মো. ইব্রাহিমম মো. আকবরম মো. কবির, মো. আলাউদ্দিন, মো. হাবিব, মো. আব্দুল রশিদ, মো. আজিজুল ইসলাম, মো. কালাম, ইউছুফম, মো. বিল্লাল । শুক্রবার বিকেল পর্যন্ত বাকি নিখোঁজদের পরিচয় জানা যায়নি।

ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল বিষয় নিশ্চিত করেন জানান, সালাউদ্দিন ও নিরব মাঝির দুটি ট্রলার সাগরে মাঝ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ঢেউয়ের আঘাতে তলা ফেটে ডুবে যায়। এতে ৩৮ জেলে নিখোঁজ হয়। নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের সাহায্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার জানান, প্রশাসনের তরফ থেকে খোঁজ নেয়া হচ্ছে।

অমিতাভ অপু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।