ওবামা-মোদির নৈশভোজে অনুপস্থিত মিশেল


প্রকাশিত: ১০:৩১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য হোয়াইট হাউজে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু সেই নৈশভোজে উপস্থিত ছিলেন না ফার্স্টলেডি মিশেল ওবামা। বিদেশী রাষ্ট্রপ্রধানের সম্মানে বিভিন্ন ভোজের আয়োজন করলে সাধারণত হোয়াইট হাউজে উপস্থিত থাকেন মার্কিন ফার্স্টলেডি, এটা মার্কিনীদের জন্য ঐতিহ্যও বটে।
 
আন্তর্জাতিক সম্মেলন পর্যায়ে ওবামা-মোদি বৈঠকের আগে সোমবার জমকালো এ নৈশভোজের আয়োজন করা হয়।
 
হোয়াইট হাউজে পা রাখার পর গুজরাটি ভাষায় ‘কেম চোহ’ (কেমন আছেন) বলে মোদিকে অভ্যুর্ত্থনা জানান ওবামা। প্রথমবারের মত মুখোমুখি সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। তবে কী কী বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, তা পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আকবর উদ্দিন।

নৈশভোজে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ও জাতীয় মার্কিন উপদেষ্টা সুসান রাইস উপস্থিত ছিলেন।
 
এছাড়া ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত নৈশভোজ অংশ নেন।
 
এ সময় হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন মোদি বিরোধীরা। তবে মোদির সমর্থনে বেশকিছু লোকও সেখানে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।