নারীর পেটে ১০৬ কোকেন ক্যাপসুল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ২১ মে ২০১৮

ভারতের পুলিশ বলছে, তার সফলভাবে এক নারীর পাকস্থলী থেকে ১০৬টি কোকেন ক্যাপসুল বের করে এনেছেন। ব্রাজিল থেকে সে এভাবে মাদক বহন করে এনেছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ বছর বয়সী ওই নারীকে গত সপ্তাহে রাজধানী দিল্লীর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে পাওয়া মাদকের মূল্য আনুমানিক ৫০ মিলিয়ন রুপির মতো।

কোকেন ক্যাপসুল বের করে আনার জন্য ওই নারীকে গত সপ্তাহে হাসপাতালে ল্যাক্সাটিন ওষুধ দেয়া হয়েছিল বলে খবরে বলা হয়েছে।

পুলিশের ধারণা, ব্রাজিলের সাও পাওলোতে ওই নারীর পাকস্থলীতে মাদক প্রবেশ করানো হয়। এরপর তাকে নির্দেশনা দেয়া হয়েছিল ভারতে একজন নাইজেরীয় নাগরিকের কাছে কোকেনগুলো পৌঁছে দেয়ার জন্য।

ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা হিন্দুস্তান টাইমস পত্রিকাকে বলেন, এ পর্যন্ত কোনও মানুষের শরীর থেকে বের করে আনা সবচেয়ে বেশি সংখ্যায় কোকেন ক্যাপসুল উদ্ধারের ঘটনা এটাই।

এগুলো কলম্বিয়ার উচ্চমাত্রা সম্পন্ন কোকেন। বিভিন্ন স্থানে যে সমস্ত সস্তা কোকেন পাওয়া যায় সেগুলোর মতো নয় এই ক্যাপসুলগুলো। পুলিশ এখন সেই নাইজেরীয় নাগরিককে খুঁজছে যার কাছে ওই নারীর এসব মাদক পৌঁছানোর কথা ছিল।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।