ভারতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২১ মে ২০১৮

ভারতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেরালা রাজ্যের কজহিকোদ ও মালাপপুরাম জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভাইরাসে আক্রান্ত আরও ৬ জনের সন্ধান পাওয়া গেছে।

পুনের ন্যাশনাল ভাইরোলজি ইনস্টিটিউট এ তথ্য নিশ্চিত করেছে।

ভাইরাসে আক্রান্ত হয়ে যে ছয়জন মারা গেছেন তাদরে মধ্যে একজন নার্সও রয়েছেন। ৩১ বছর বয়সী ওই নার্স পেরেম্ব্রা তালুক হাসপাতালে সোমবার সকালে মৃত্যু বরণ করেন।

২১ মে একটি উচ্চ স্তরের কেন্দ্রীয় টিম এসব জেলা পরিদর্শনের কথা রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।