থাইল্যান্ডে বিদ্রোহীদের গ্রেনেড হামলায় আহত ১৪


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ৩১ জুলাই ২০১৫

থাইল্যান্ডের সংঘাতপূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে শুক্রবার সন্দেহভাজন বিদ্রোহীদের গ্রেনেড ও মেশিনগান হামলায় ১৪ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানান।

পুলিশ এএফপি’কে জানায়, থাইল্যান্ডের ইয়ালা প্রদেশে গ্রাম নিরাপত্তা স্বেচ্ছাসেবকদের ওপর চালানো ওই হামলায় চারজন মারাত্মকভাবে আহত হয়। গ্রাম নিরাপত্তা স্বেচ্ছাসেবকরা বিদ্রোহীদের বিরুদ্ধে রাষ্ট্রের একটি স্থানীয় সশস্ত্র বাহিনী।

ইয়ালার পুলিশ কমান্ডার তানংসাক ওয়াংসুফা বলেন, সন্দেহভাজন ৩০ থেকে ৪০ জন বিদ্রোহী স্থানীয় সময় রাত একটার দিকে ইয়াহা জেলার একটি ঘাঁটিতে হামলা চালায়। সেখানে তারা প্রথমে গ্রেনেড ও পরে তারা মেশিনগান হামলা চালায়। প্রায় ৩০ মিনিট ধরে এ হামলা চলে।

তিনি বলেন, বর্তমানে গ্রামবাসীরা বিদ্রোহীদের দমনে সরকারের আহবানে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় বিদ্রোহীরা তাদের ক্ষমতা আবারো জাহির করতে চায়। সেখানের নিরাপত্তা সেবকরা সকলেই মুসলমান।

উল্লেখ্য, ২০০৪ সালের পর সেখানে সংঘাতে ৬ হাজার ৪শ’ জনেরও বেশি লোক প্রাণ হারায়।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।