এখনই ছাড়া পাচ্ছেন না জয়ললিতা


প্রকাশিত: ১০:২২ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৪

এআইএডিএমকে প্রধান জয়ললিতা এখনই ছাড়া পাচ্ছেন না। তার করা জামিন আবেদনের শুনানি শেষে মঙ্গলবার তা মুলতবি করেছেন কর্নাটক হাইকোর্ট। আগামী ৬ অক্টোবর (সোমবার) ওই আবেদনের পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। এর আগে গত সোমবার তিন আইনজীবীসহ আদালতে জামিনের আবেদন করেন জয়ললিতা।

ভারতের ব্যাঙ্গালোরের একটি আদালত গত শনিবার জয়ললিতাকে চার বছরের কারাদণ্ড ও ১০০ কোটি রুপি জরিমানা করেন। তার বিরুদ্ধে অভিযোগ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থাকাকালে ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মধ্যে প্রায় ৬৬ কোটি রুপি মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন।

ওই রায়ের পর থেকে তিনি ব্যাঙ্গালোরের জেলে রয়েছেন। জেলে আসার পর অসুস্থতাজরিত কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন তিনি। এ ছাড়া আদালতের রায়ের বিরুদ্ধে আপিলও করেছেন তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতা (৬৬)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।