আবারও সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২০ মে ২০১৮

আবারও সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়েছে। সৌদির বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ধ্বংস করেছে। সৌদির দক্ষিণাঞ্চলীয় খামিস মুসায়েত শহর লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করা হয়। কিন্তু ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেটিকে ধ্বংস করা সম্ভব হয়েছে। খবর সৌদি গ্যাজেট।

সৌদির তরফ থেকে জানানো হয়েছে, খামিস মুসায়েত শহরে ইয়েমেন থেকে ইরান সমর্থিত হুথি মিলিশিয়ারা দু'টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে একটি সৌদির দক্ষিণাঞ্চলীয় সীমান্তের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত ও ধ্বংস করা সম্ভব হয়েছে। অন্য একটি ক্ষেপণাস্ত্র একটি মরুভূমি এলাকায় আঘাত হেনেছে।

জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগেই সৌদির বিভিন্ন স্থান লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

চলতি মাসের শুরুর দিকে নাজরান শহরের দিকে দু'টি ক্ষেপণাস্ত্র এবং জাযানের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে সৌদির প্রতিরক্ষা বাহিনী।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।