কিউবার বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ এএম, ২০ মে ২০১৮

উড্ডয়নের কিছুক্ষণ পরই কিউবায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক যাত্রী নিহত হয়। কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া ওই বিমানের দু’টি ব্ল্যাক বক্সের একটি উদ্ধার করতে পেরেছেন তারা। ওই ব্ল্যাক বক্সটি ভালো অবস্থায় ছিল বলে জানানো হয়েছে। খবর বিবিসি।

পরিবহনমন্ত্রী আদেল ইয়াজকুয়েরদো জানিয়েছেন, তিনি আশা করছেন যে, দ্বিতীয় ব্ল্যাক বক্সটিও খুব দ্রুতই খুঁজে পাওয়া যাবে।

তিনি জানিয়েছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় ১১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১১ জন বিদেশি নাগরিক। দুর্ঘটনার পর তিন নারীকে জীবিত উদ্ধার করা হয়। তারা অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের অবস্থা বেশ আশঙ্কাজনক।

গত কয়েক দশকে কিউবায় এটাই সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। শনিবার থেকে দু’দিনের জাতীয় শোক পালন করছে কিউবার মানুষ।

কি কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে বা বিধ্বস্ত হওয়ার আগে বিমানে কি ঘটেছে তা উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স থেকে জানা যাবে বলে আশা করা হচ্ছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।