গ্রিসে ওয়েস্টার্ন ইউনিয়নের কার্যক্রম আবারো শুরু


প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ৩০ জুলাই ২০১৫

গ্রিসে আবারো অর্থ স্থানান্তর সেবা কার্যক্রম শুরু করেছে মার্কিন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন। গ্রিসের ক্রেতারা ওয়েস্টার্ন ইউনিয়নের নির্দিষ্ট কিছু লেনদেন কেন্দ্রের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো অর্থ গ্রহণ করতে পারবেন।

অর্থ লেনদেন-সংক্রান্ত বিশ্বের বৃহত্তম এ কোম্পানিটি জানিয়েছে, গ্রিসে তাদের এক হাজার এজেন্ট লোকেশনের মধ্যে ২৭০টি আবার খুলে দেয়া হয়েছে। এখান থেকে গ্রাহকরা যে অর্থ উত্তোলন করবেন, তা পুঁজির ওপর বিদ্যমান নিয়ন্ত্রণে কোনো রকম প্রভাব ফেলবে না।

কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে ওয়েস্টার্ন ইউনিয়ন মূলত গ্রিক সরকারের আরোপিত নতুন আইন অনুসরণ করছে। এ আইনের আওতায় বিশেষ কিছু শর্তের বিনিময়ে কোম্পানিগুলোকে অর্থ স্থানান্তনের অনুমতি দেয়া হয়।

সমস্যায় থাকা দেশের আর্থিক খাতকে টিকিয়ে রাখতে গ্রিক সরকার কিছুদিন গোটা দেশের ব্যাংক খাত বন্ধ রেখেছিল। সে সময় এক সপ্তাহের জন্য ২৯ জুন থেকে গ্রিসে ওয়েস্টার্ন ইউনিয়নেরও কার্যক্রম বন্ধ থাকে।

চলতি মাসের শুরুতে ব্যাংকে সরাসরি অর্থ স্থানান্তর আবারো চালু করে ওয়েস্টার্ন ইউনিয়ন। দৈনিক সর্বোচ্চ ৬০ ইউরো (৬৫ ডলার ৫৮ সেন্ট) উত্তোলনের সীমা নির্ধারণ করে দেয়া হয় তখন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।