মমতার লজ্জা হয় না

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ এএম, ১৭ মে ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তিনি তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘কবি প্রণামের অনুষ্ঠান হচ্ছে কলকাতার রবীন্দ্রসদনে। অসাধারণ সব গান, নাচ, নৃত্য নাট্য। মঞ্চের দেয়াল জুড়ে পোস্টার। পোস্টারে আঁকা হয়েছে দু'জনের ছবি। ডানে বিশাল রবীন্দ্রনাথ, বাঁয়ে একই রকম বিশাল মমতা বন্দোপাধ্যায়। পোস্টারটা দেখে আমারই লজ্জা হচ্ছে। মমতা বন্দোপাধ্যায়ের লজ্জা হয় না?’

jagonews24

উল্লেখ্য, রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে চলছে কবি প্রণামের অনুষ্ঠান। গত ৮মে কলকাতার রবীন্দ্রসদনে এই অনুষ্ঠান শুরু হয়। চলবে ২৪ মে পর্যন্ত। এই অনুষ্ঠানের মঞ্চেই সাঁটানো হয়েছে এমন পোস্টার।

এমবিআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।