ট্রাক চালিয়ে ইউরোপের দীর্ঘতম সেতু উদ্বোধন করলেন পুতিন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ১৬ মে ২০১৮

রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া দ্বীপের সংযোগ স্থাপনে ইউরোপের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়া অংশে নিজে ট্রাক চালিয়ে দীর্ঘ এই সেতুর উদ্বোধন করেন তিনি।

সেতু উদ্বোধনের পর পুতিন বলেন, ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে রাশিয়ার প্রায় ১০ হাজার কর্মী কাজ করেছেন। এতে জড়িত ছিল ২২০টি কোম্পানি। প্রকৃতপক্ষে পুরো দেশ এতে কাজ করেছে।

তিনি বলেন, এর ফল হয়ে চমৎকার। এই সেতু ক্রিমিয়া এবং সেভাস্তপুলকে আরো শক্তিশালী করেছে। আমাদের সবাইকে আরো কাছে এনেছে।

ইউরোপের দীর্ঘতম এই সেতুর দুটি অংশ রয়েছে। যার প্রথম অংশের উদ্বোধন করা হয়েছে চলতি সপ্তাহে; এই অংশ দিয়ে যানবাহন চলাচল করবে। এছাড়া ট্রেন চলাচলের জন্য নির্মাণাধীন অন্য অংশের কাজ শেষ হবে অাগামী বছর।

সূত্র : আরটি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।