২০৪০ সালে বাংলাদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশে হবে


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ৩০ জুলাই ২০১৫

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালে বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ। আর ২০৪০ সালে এদেশ বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হবে। তখন দেশে দরিদ্র থাকবে না, কেউ না খেয়ে মরবে না।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৪৮তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেশকে এগিয়ে নেয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ও রাষ্ট্রনায়কদের উদ্ধৃতি দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বার্ডের মহাপরিচালক (ডিজি) সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ডিজি) এম এ মতিন, কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, কুমিল্লা বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম প্রমুখ।

কামাল উদ্দিন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।