‘সীমান্তের সংঘাত অবশ্যই ইসরায়েলকে বন্ধ করতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পিএম, ১৪ মে ২০১৮

সীমান্তে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলি, টিয়ারগ্যাস নিক্ষেপ ও সহিংস পদক্ষেপ অনতিবিলম্বে বন্ধে তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হুসেইন।

সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের প্রতিবাদে গাজা উপত্যকাসহ পুরো ফিলিস্তিনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর নির্বিচার গোলাবর্ষণ, টিয়ারগ্যাস নিক্ষেপে এখন পর্যন্ত ৪১ ফিলিস্তিনির প্রাণহানি ও দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় ফিলিস্তিন সীমান্তে এ সহিংসতা বন্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে তেলআবিবের প্রতি আহ্বান জানিয়েছেন জেইদ রাদ আল হুসেইন। দোষীদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ছেন জাতিসংঘের এই কর্মকর্তা।

“ইসরায়েলের লাইভ গোলাবর্ষণের কয়েক ডজন মানুষের হত্যা ও শত শত মানুষের আহত হয়েছে। এটি অবশ্যই এখনই বন্ধ করতে হবে।”

জেরুজালেমে এমন একদিনে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের রক্ত বন্যা বইছে। সোমবারের এ হতাহতের ঘটনা একদিনে সর্বোচ্চ ফিলিস্তিনির প্রাণহানির অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।