উন্নয়ন প্রকল্পে কুয়েতকে বিনিয়োগ বাড়ানোর আহ্বান
বাংলাদেশর বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আরো বিনিয়োগ বাড়াতে কুয়েত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহীম আল-দাফিরির বিদায়ী সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ঢাকায় পাঁচ বছরের মেয়াদে সফলভাবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা রাখার জন্য তার প্রশংসা করেন।
বাংলাদেশ সর্বদা কুয়েতের পাশে আছে উল্লেখ্য করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিভিন্ন খাতে আরো বিনিয়োগ আশা করে। বিদ্যুৎ খাতসহ কিছু খাত ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে যেখানে দুই দেশ বড় ধরনের সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে পারে।
ঢাকা সফরের জন্য কুয়েতি আমিরকে বাংলাদেশের আমন্ত্রণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা করেন, সুবিধাজনক সময়ে আমির ঢাকা সফরে আসবেন।
রাষ্ট্রদূত বাংলাদেশের নেতৃত্বে প্রশংসা করে বলেন, বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তিনি আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আরো অগ্রগতি অর্জন করবে।
রাষ্ট্রদূত জানান,বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা শুরু হচ্ছে এবং বর্তমানে সেনাবাহিনীর প্রায় ৫ হাজার সদস্য কুয়েতে পুনর্গঠন কাজ করছে।
এ সময় রাষ্ট্রদূত চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সংস্কারের ১ মিলিয়ন মার্কিন ডলারের চেক হস্তান্তর করেন।
এসকেডি/এমআরআই