নারীদের আত্মরক্ষায় প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ০১:১২ পিএম, ১৩ মে ২০১৮

পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। অনেক নারী-ই পথে ঘাটে বেড়িয়ে নানা রকম অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হন। ভিড় বাসে-ট্রেনে-ট্রামের মধ্যে নারীদের শারীরিকভাবে হেনস্তা বা উত্যক্ত করার সুযোগ খোঁজেন কেউ কেউ। রাস্তায় কেউ হেনস্তা করলে কীভাবে নারীরা আত্মরক্ষা করবেন, তারই প্রশিক্ষণ দিতে এই বিশেষ ব্যবস্থা।

কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের নতুন প্রয়াস, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তেজস্বিনী। পাঁচ দিনের ওই কর্মশালা চলবে কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবে ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত। সম্পূর্ণ বিনা খরচায় এ প্রশিক্ষণ দেয়া হবে।

এখানে আত্মরক্ষার অ-আ-ক-খ শেখানো হবে। কলকাতা পুলিশের এক কর্মকর্তা জানান, এই কর্মশালায় নারীদের আত্মরক্ষার প্রাথমিক ধাপ সম্পর্কে অবহিত করা হবে।

জানা গেছে, পাঁচ দিন ধরে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চলবে প্রশিক্ষণ। ১২ থেকে ৪০ বছরের নারীরা যোগ দিতে পারবেন ওই প্রশিক্ষণ পর্বে। অনলাইন ও অফলাইন দুই ভাবেই নাম নথিভুক্ত করা যাবে। বিশেষজ্ঞ প্রশিক্ষকরা এই কড়া প্রশিক্ষণ দেবেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।