মিয়ানমারে সাত হাজার বন্দির মুক্তি


প্রকাশিত: ১০:৫৭ এএম, ৩০ জুলাই ২০১৫

মিয়ানমার সরকার দেশটির সাধারণ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কারাগারে আটক সাত হাজার বন্দিকে মুক্তি দিয়েছে। প্রেসিডেন্ট থেইন সেইন এসব বন্দিকে সাধারণ ক্ষমা করেছেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। খবর বিবিসির।

বৃহস্পতিবার ২১০ বিদেশিসহ ৬৯৬৬ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে দেড় শতাধিক  চীনা ব্লগারসহ মিয়ানমারের সাবেক আট গোয়েন্দা কর্মকর্তাও মুক্তি পেয়েছেন। ২০০৪ সালে এ আট কর্মকর্তাকে গ্রেফতার করেছিল দেশটির পুলিশ। তবে দেশটির রাজবন্দিরা মুক্তি পাচ্ছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি তথ্যমন্ত্রী।

২০১০ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট থেইন সেইন এর আগে সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেইনের রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়া হিসেবেই এসব বন্দিদের মুক্তি দেয়া হচ্ছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।