ডাকাতদলের হামলায় ৬ বরযাত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১১ মে ২০১৮

বিয়েবাড়িতে যাওয়ার পথে ডাকাতদলের খপ্পরে পড়ে গুরুতর জখম ৬ বরযাত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের মালদার ভূতনির বাবলাবোনা গ্রামে।

পাত্রের বাড়ি বিহারের কাটিহার জেলার আমদাবাদ থানা এলাকায়। পাত্রীর বাড়ি মালদার ভূতনি থানার চম্পানগর গ্রামে। কাটিহার থেকে চম্পানগর আসার পথে বাবলাবোনা গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে ডাকাতদলের খপ্পরে পড়ে বরযাত্রীর দল। ধারালো অস্ত্র, লাঠি, রড নিয়ে বরযাত্রীদের উপর হামলা চালায় ডাকাতদল। বেধড়ক মারধরের পর বরযাত্রীদের সঙ্গে থাকা সব সামগ্রী কেড়ে নেয় ডাকাতরা। টাকাপয়সা, গয়না সর্বস্ব লুঠ করে চম্পট দেয় তারা।

ডাকাতের মারে গুরুতর জখম হয়েছেন বরযাত্রীদলের ৬ জন সদস্য। জখম বরযাত্রীরা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন। ডাকাতির ঘটনায় তদন্ত শুরু করেছে ভূতনি থানার পুলিস। প্রাথমিকভাবে অনুমান, ঝাড়খণ্ড থেকে এসেছিল ডাকাতদলটি।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।