এবার রবীন্দ্রনাথকে নিয়ে বিপ্লবের বিতর্কিত মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ১১ মে ২০১৮

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কথায় ‘বিপ্লব’ ঘটিয়ে চলছেন বিপ্লব দেব। এবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল নিয়ে বিতর্কের সৃষ্টি করলেন ত্রিপুরার এ মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘ইংরেজদের বিরোধিতায় নোবেল বর্জন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।’

গত বুধবার রবীন্দ্রজয়ন্তীতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তার এ মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। তবে এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার নানা বাক্য-বিভ্রাট ঘটিয়েছেন বিপ্লব।

কখনও বলেছেন, ‘মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল। তা না হলে সঞ্জয় কিভাবে ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের ধারাবিবরণী দেবেন?’ ‘সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিসে যাওয়া উচিত। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের নয়।’ নতুন প্রজন্মের কাছে নিজস্ব ভঙ্গিতে তার পরামর্শ ছিল, ‘চাকরির বদলে গরুর দুধ বিক্রি করলে ১০ বছরের মধ্যে ১০ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন।’ প্রাক্তন বিশ্বসুন্দরী ডায়না হেডেনকে নিয়েও কথা বলেছেন তিনি। বলেন, ‘ডায়না হেডেন এমন কিছু সুন্দরী নন যে তাকে বিশ্বসুন্দরী করতে হবে!’

এমন নানা মন্তব্যে দেশ জুড়ে সমালোচনার সৃষ্টি করে চলছেন ত্রিপুরার নতুন এ মুখ্যমন্ত্রী। একাধিক এমন মন্তব্যের পরও তার এমন কথা বলা থামছে না। মহাভারতের যুগে ইন্টারনেটের অস্তিত্ব, সিভিল সার্ভিসে সিভিল ইঞ্জিনিয়ারদের যোগদান তত্ত্ব, বিশ্বসুন্দরী তত্ত্ব, সরকারি চাকরির প্রতি যুবসম্প্রদায়ের আগ্রহসহ বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করার জের ধরে সম্প্রতি তাকে তলবও করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।