অস্ট্রেলিয়ায় এক বাড়িতে ৭ জনের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩১ এএম, ১১ মে ২০১৮

অস্ট্রেলিয়ায় চার শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার ভোরে পশ্চিম অস্ট্রেলিয়ার মার্গারেট নদীর পাশে ওসমিংটন শহরের ২৮০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামীণ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।তবে এটি হত্যা না আত্মহত্যা সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর বিবিসি।

পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ কমিশনার ক্রিস ডউসন বলেন, ‘শুক্রবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টার দিকে একজন পুরুষের ফোন কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় দু’জনের মরদেহ ওই বাড়ির বাইরে পড়েছিল। আর শিশুসহ বাকিদের মরদেহ বাড়ির ভেতরেই ছিল। নিহতরা ওই বাড়িরই বাসিন্দা বলে মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘পুলিশ নিহতদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে না পারলেও ঘটনাস্থল থেকে ২ আগ্নেআস্ত্র উদ্ধার করেছে। মরদেহে গুলির মতো ক্ষতচিহ্ন রয়েছে। তবে এখনই বেশিকিছু বলতে চাচ্ছি না। পুলিশ এ বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে এবং নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে।’

যদি এটা নির্বিচারে হত্যা হয় তাহলে ১৯৯৬ সালের অস্ট্রেলিয়ার তাসমানিয়ার হত্যাকাণ্ডের পর এটাই বড় হত্যাকাণ্ড।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।