কোমেন মোকাবেলায় জেলা প্রশাসনের জরুরি সভা


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ৩০ জুলাই ২০১৫

ঘূর্ণিঝড় কোমেন মোকাবেলায় জরুরি সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘কোমেন’ মোকাবেলা, ঘূর্ণিঝড় পরবর্তী করণীয়, আশ্রয়কেন্দ্র গুলোতে ত্রাণ পৌঁছানো, মেডিকেল টিম প্রস্তুত রাখাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপ-পরিচালক (স্থানীয় সরকার) আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ-সচিব সাইফুদ্দিন মাহমুদ কাতেবী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান, চট্টগ্রাম রেড ক্রিসেন্টের উপ পরিচালক কাজী জানে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, রাজীব উল আহসান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এডি মো. ইয়াহিয়া, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. নজরুল হায়দার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ সহকারী প্রকৌশলী প্রণবেশ মহাজনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সভা শেষে  বলেন, দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে সভায় আলোচনা হয়েছে। দুর্যোগ পরবর্তী সময়ে দূর্গতরা যাতে কোন সমস্যায় না পড়েন বা কোন প্রাণহানির ঘটনা না ঘটে এ ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।