নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৮ মে ২০১৮

নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান পদত্যাগ করেছেন। চার নারী তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনার পর তিনি পদত্যাগ করলেন।

সম্প্রতি নিউ ইয়র্ক ম্যাগাজিনে ওই নারীদের উদ্ধৃত করে বলা হয়েছে যে, স্নাইডারম্যান তাদের মারধর করেছেন। এমন অভিযোগ আসার পর পরই পদত্যাগের ঘোষণা দেন তিনি।

স্নাইডারম্যানের বিরুদ্ধে অভিযোগ আনা নারীদের মধ্যে দু’জন তার প্রেমিকা ছিল বলে উল্লেখ করা হয়। যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া #মিটু প্রচারণার শক্ত সমর্থক ছিলেন স্নাইডারম্যান। কিন্তু এবার তার বিরুদ্ধেই অভিযোগ আনলেন নারীরা।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, গত কয়েক ঘণ্টায় আমার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ আনা হয়েছে আমি তা কঠিনভাবে বিরোধীতা করি। যদিও এসব আচরণ আমার পেশাদারিত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তারপরেও এই কঠিন মুহূর্তে আমি আমার নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।