হস্তক্ষেপের পরিণতি ভালো হবে না : যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পিএম, ০৭ মে ২০১৮

চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিণতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেছেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে আমেরিকা। এ ধরনের তৎপরতার পরিণতি ভালো হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ান, হংকং ও ম্যাকাও-কে রাষ্ট্র হিসেবে তুলে ধরার পর তিনি এ কথা বলেন। হংকং ও ম্যাকাও চীনের দু'টি প্রশাসনিক অঞ্চল। এছাড়া তাইওয়ানকেও নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে চীন।

যেসব দেশ ও প্রতিষ্ঠান তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বলে মনে করে সেসব দেশ ও প্রতিষ্ঠানকে কোনো ধরণের বাধা না দিতে চীনের প্রতি আহ্বান জানান ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের সব দেশ ও প্রতিষ্ঠানের উচিত চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান দেখানো।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।