ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৭ মে ২০১৮

ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, গেল ৯ এপ্রিল সিরিয়ার টি-ফোর বিমান ঘাঁটিতে হামলার প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে ইরান। এপ্রিলে ইসরায়েলের চালানো ওই হামলায় সাত ইরানি নিহত হয়েছিলেন।

প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাত দিয়ে রোববার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার ভেতর থেকে সম্ভাব্য এ হামলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে তেল আবিব।

নিরাপত্তা বিশ্লেষকদের হিসেবে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক লক্ষবস্তুতে এ হামলা চালানো হতে পারে।

জেরুজালের পোস্টের প্রতিবেদনে লেখা হয়েছে, সমর বিশেষজ্ঞ রনি ড্যানিয়েল বলছেন, গোয়েন্দা তথ্য হলো হামলা চালালেও নিজেদের আড়াল করতে শিয়া মিলিশিয়া ও হিজবুল্লাহকে ব্যবহার করতে পারে ইরান।

ইরান বড় ধরনের হামলা চালাতে পারে ইসরায়েলে কর্মকর্তাদের এমন বিশ্বাস থাকলেও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তা নিয়ে সন্দেহ রয়েছে।

রোববার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে আলাপ করেন।

রুশ প্রতিরক্ষা দফতরের খবর অনুযায়ী, ৯ এপ্রিল দুটি ইসরায়েলি এফ-১৫ ফাইটার জেট সিরিয়ার টি-ফোর বিমান ঘাঁটিতে হামলা চালায়। এতে ইরানের ৭ নাগরিক নিহত হন।

টাইসম অব ইসরায়েলের খবর অনুযায়ী, ওই বিমান ঘাঁটি থেকে ইসরায়েলের আকাশ সীমায় একটি বিস্ফোরক ড্রোন পাঠানো হয়- এমন অভিযোগেই হামলা চালিয়েছিল ইসরায়েল।

ইসরায়েলের অভিযোগ, সিরিয়াতে ইরানের সেনা উপস্থিতি রয়েছে; যা তারা ইসরায়েলে বিরুদ্ধে ব্যবহার করতে চায়। তবে এ অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।

সূত্র : স্পুটনিক নিউজ।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।