প্রথম দিনটা ইংল্যান্ডের


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ৩০ জুলাই ২০১৫

অ্যাশেজের তৃতীয় টেস্টে বার্মিংহামে প্রথম দিনটা নিজেরদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।  টস জিতে ব্যাট করতে নেমে ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন তোপে মাত্র ৩৬.৪ ওভারে ১৩৬ রানে গুটিয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া। পরে বোলিংয়ে তিন উইকেট তুলে নিলেও মাত্র ৩ রানে এগিয়ে অস্ট্রেলিয়া।

বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা থেমে গেলে ২৯ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান তুলে প্রথম ইনিংসে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছে ইংলিশরা। জো রুট ৩০ ও জনি বোয়াস্টোর ১ রানে দ্বিতীয় দিন শুরু করবেন। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৩ রান এসেছে নির্বাচকদের অণুবীক্ষণ চশমার নিচে থাকা ইয়ান বেলের ব্যাটে।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ২টি ও জস হ্যাজেলউড ১টি উইকেট নিয়েছেন।

এর আগে অস্ট্রেলিয়াকে গুড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা রেখেছেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। ৪৭ রানে ৬ অসি ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তিনি। উদ্বোধনী ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে তাণ্ডব শুরু করেছিলেন অ্যান্ডারসন।

পরে অ্যান্ডারসনের সঙ্গে যোগ দেন স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিন। তারা ২টি করে উইকেট নিয়েছেন। অতিথীদের হয়ে ক্রিস রজার্স সর্বোচ্চ ৫২ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে অ্যাডাম ভোজেসের ব্যাট থেকে।

পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজে ১-১ সমতায় রয়েছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।