চারশ উইকেটের মাইলফলক স্টেইনের


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ৩০ জুলাই ২০১৫

টেস্ট ক্যারিয়ারের চারশোতম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। মিরপুরে দ্বিতীয় টেস্টে তামিম ইকবালকে ফিরিয়ে এই কীর্তি গড়েন এই প্রোটিয়া বোলার। বিশ্বের ১৩তম এবং দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসাবে এই মাইলফলক অর্জন করলেন তিনি।

তবে ম্যাচের হিসাবে স্টেইন ছাড়িয়ে গেছেন টেস্ট ইতিহাসের সব পেসারকে। মাইলফলক ছুঁতে তার লাগল ৮০ টেস্ট। স্টেইনের চেয়ে কম টেস্ট খেলে ৪০০ ছুঁতে পারেননি আর কোনো পেসার। তবে এই রেকর্ডে এক জন সঙ্গী আছে তার। স্টেইনের মতোই ৮০ টেস্টে ৪০০ ছুঁয়েছিলেন রিচার্ড হ্যাডলি।

ক্যারিয়ারের ৮০তম টেস্টে স্টেইনের বর্তমানে উইকেট সংখ্যা ৪০০। তবে আফ্রিকার হয়ে ১০৮ টেস্ট খেলে ৪২১ উইকেট তার উপরে রয়েছেন সাবেক অধিনায়ক পেসার শন পোলক। ক্যারিয়ারে মোট ২৫ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন স্টেইন।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।