শোক দিবস পালনে সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ


প্রকাশিত: ০২:৪৯ এএম, ৩০ জুলাই ২০১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী  (১৫ আগস্ট)  যথাযথ মর্যাদার সঙ্গে পালনের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে চিঠি দিয়ে বিষয়টি জানাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন। শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর আলোচনা সভা, প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।