রাত সাড়ে ১১টায়...

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৫ মে ২০১৮

গেল সপ্তাহের আন্তকোরীয় সম্মেলনের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে মেলাতে নিজেদের ‘টাইম জোন’ পরিবর্তন করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্র দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি।

শুক্রবার রাত সাড়ে ১১টায় (জিএমটি ১৫) উত্তর কোরিয়া তাদের ঘড়ির কাঁটা আধা ঘণ্টা এগিয়ে নেয়।

রাষ্ট্রীয় কেসিএনএ-এর প্রতিবেদনে দুই কোরিয়ার সম্পর্কন্নোয়নে বিষয়টিকে প্রথম বাস্তব পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের দেখা হওয়ার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পথে।

শুক্রবার হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, কবে কোথায় কিমের সঙ্গে তার দেখা হবে তা না কি ঠিকও হয়ে গেছে। আর তাদের সাক্ষাৎ থেকে খুব ভালো কিছুর প্রত্যাশাও করছেন তিনি।

আগামী ২২ মে হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্য-ইনের সঙ্গে দেখা হবে ট্রাম্পের। কিমের সঙ্গে বসার বিষয়ে ওইদিন তাদের মধ্যে আলোচনা হবে।

এতদিন পর্যন্ত উত্তর কোরিয়া যে সময় দেখে চলত সেটা ছিল দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আধা ঘণ্টা পিছিয়ে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।