রাজস্থান উত্তর প্রদেশে ফের ধূলিঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ এএম, ০৪ মে ২০১৮

ভারতের উত্তরাঞ্চলের প্রদেশ রাজস্থান এবং উত্তরপ্রদেশে প্রচণ্ড ধূলিঝড় ও ঝড়বৃষ্টিতে একশোরও বেশি মানুষ মারা গেছেন। আহতও হয়েছেন শ দুয়েক। এরই মধ্যে ভারতের আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও একবার ধূলিঝড়ের কবলে পড়তে পারে এ দুই রাজ্য।

আবহাওয়া অফিস বলছে, এই মুহূর্তে রাজস্থানে তাপমাত্রা ৪৪ ডিগ্রির আশপাশে। পশ্চিম রাজস্থানে তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৪৭ ডিগ্রিকে। এভাবেই পশ্চিম ভারতের তাপমাত্রা আগামী সপ্তাহজুড়ে বাড়তে পারে।

আর শুধু রাজস্থান নয়। মহারাষ্ট্রের বেশ কিছু এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

বুধবারের ঝড়ের বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তীব্র ধূলিঝড়, বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। রাতে যখন ধূলিঝড় ও বজ্রবৃষ্টি আঘাত হানে তখন অনেকেই ঘুমিয়েছিলেন। এসময় অনেকের ঘরবাড়ি ধসে পড়ে।

গ্রীষ্মকালে ভারতের উত্তরাঞ্চলের এ অংশে ধূলিঝড় অস্বাভাবিক নয়। তবে ধূলিঝড়ে এতসংখ্যক প্রাণহানির ঘটনা অতীতে ঘটেনি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।