সেপ্টেম্বরে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ


প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৯ জুলাই ২০১৫

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার দেশটির গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বরে শুরু হওয়া এই সিরিজে দুটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২-১ এ সিরিজ জেতায় অনিশ্চিত হয়ে পড়ে পাকিস্তানের
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। পরে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের কথা জানায় পাকিস্তান। কিন্তু এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার আগেই শ্রীলংকার সাথে ৩-২ এ সিরিজ জেতায় সে পরিকল্পনা থেকে সরে আসে পাকিস্তান।

এর পর ২০১৭ সালের আইসিসি ট্রফি থেকে বাদ পড়ে যেতে পারে এমন অাশংকায় জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলতে রাজি হল পাকিস্তান।

এসআইএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।