উর্দুই হচ্ছে পাকিস্তানের প্রশাসনিক ভাষা


প্রকাশিত: ০২:১২ পিএম, ২৯ জুলাই ২০১৫

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইংরেজিকে হটিয়ে মাতৃভাষা উর্দুই হচ্ছে পাকিস্তানের প্রশাসনিক ভাষা। পাকিস্তানের পরিকল্পনা, জাতীয় সংস্কার ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল বুধবার গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতের নির্দেশেই এমনটি করা হচ্ছে। যদিও কবে নাগাদ এই সিদ্ধান্ত কার্যকর হবে তা জানাননি তিনি। আহসান ইকবাল জানান, এর মানে এই নয় যে ইংরেজি পুরোপরি উঠিয়ে দেওয়া হচ্ছে। বরং উর্দুর পাশাপাশি ইংরেজিও প্রয়োজনমতো ব্যবহৃত হবে। শিক্ষা কার্যক্রমেও উর্দু অন্তর্ভুক্ত হলেও ইংরেজির গুরুত্ব কমবে না।

উল্লেখ্য, ১৯৭৩ সালে পাকিস্তানের সংবিধানের ২৫১ নম্বর অনুচ্ছেদে নির্দিষ্ট করে বলা হয় সরকারকে ১৫ বছরের মধ্যে অবশ্যই উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। সে আইনটিই আদালতের নির্দেশে এবার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার।

এসএইচএস/এসআরজে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।