ভারতে ধূলিঝড়ে নিহত প্রায় ১০০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৩ মে ২০১৮

ভারতের উত্তরাঞ্চলের প্রদেশ রাজস্থান এবং উত্তরপ্রদেশে প্রচণ্ড ধূলিঝড়ে ও ঝড়বৃষ্টিতে কমপক্ষে ৯৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে।

বুধবারের ঝড়ে এ দুই রাজ্যের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ঘরবাড়ি ধ্বংস, অনেকে গবাদি পশু নিহত ও গাছ-পালা উপড়ে পড়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তীব্র ধূলিঝড়, বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। রাতে যখন ধূলিঝড় ও বজ্রবৃষ্টি আঘাত হানে তখন অনেকেই ঘুমিয়েছিলেন। এসময় অনেকের ঘরবাড়ি ধসে পড়ে।

storm-india-2

আরও পড়ুন : রাজস্থান-উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টিতে ৭০ জনের মৃত্যু

গ্রীষ্মকালে ভারতের উত্তরাঞ্চলের এ অংশে ধূলিঝড় অস্বাভাবিক নয়। তবে ধূলিঝড়ে এতসংখ্যক প্রাণহানির ঘটনা অতীতে ঘটেনি।

দেশটির কর্মকর্তারা বলেছেন, শুধুমাত্র উত্তরপ্রদেশেই ৬৪ জন মারা গেছেন। এদের মধ্যে বিখ্যাত স্মৃতিসৌধ তাজমহল জেলা খ্যাত আগ্রা জেলায় ৪৩ জনের প্রাণ গেছে ঝড়ে।

তবে প্রাণহানির এ শঙ্কা আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। গাছ ও প্রাচীর চাপা পড়ে অনেকে মারা গেছেন।

storm-india-2

আরও পড়ুন : সিরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত

রাজ্যে ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ঝড়ে উত্তরপ্রদেশ ছাড়াও পাশের প্রদেশ রাজস্থানের আলওয়ার, ভারতপুর ও ধোলপুর জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই তিন জেলায় অন্তত ৩১ জনের প্রাণ গেছে। কর্মকর্তারা বলছেন, ঝড়ে আলওয়ার জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জেলার সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।