আবুধাবিতে ২৩ লাখ টাকার লটারি জিতলেন বাংলাদেশি মিজানুর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৩ মে ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি র‌্যাফল ড্রতে ২৩ লাখ টাকার লটারি জিতেছেন বাংলাদেশি এক প্রবাসী। বৃহস্পতিবার আবুধাবি র‌্যাফল ড্র’র ফল প্রকাশ করা হয়। এতে ওই বাংলাদেশি ছাড়াও আরো ছয় প্রবাসী লটারি জিতেছেন।

লটারি জয়ী বাংলাদেশি ওই প্রবাসীর নাম মোহাম্মদ মিজানুর রহমান হাসমত উল্লাহ। তিনি এক লাখ আমিরাতি দিরহাম (বাংলাদেশি ২৩ লাখ ৭ হাজার ২৮৯ টাকা) জিতেছেন।

মিজানুর রহমান ছাড়াও ভারতীয় ছয় ও মরক্কোর এক নাগরিক আবুধাবির বিগ টিকেট মিলিওনেয়ার র‌্যাফল ড্রতে বিজয়ী হয়েছেন।

সূত্র : খালিজ টাইমস।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।