সামরিক বাজেটে রাশিয়াকে ছাড়িয়ে গেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ এএম, ০৩ মে ২০১৮

নতুন এক গবেষণা অনুযায়ী বিশ্বে সামরিক বাজেটে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র, চীন এবং সৌদি আরব। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআইয়ের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ বছর সামরিক খাতে ব্যয় অনেক বেড়েছে।

২০১৭ সালে সামরিক খাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ছিল ৬১০ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের সামরিক বাজেট ২২৮ বিলিয়ন ডলার। ২০০৮ সালের পর থেকে চীনের সামরিক বাজেট ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সৌদি আরব ২০১৭ সালে সামরিক খাতে ৬৯ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে যা তার আগের বছরের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি। এই ব্যয় দেশটির মোট জিডিপি’র শতকরা ১০ ভাগ।

সৌদি আরব যখন সামরিক খাতে ৬৯ বিলিয়ন ডলার অর্থ খরচ করেছে তখন একই বছর রাশিয়ার সামরিক খাতে ব্যয় ছিল ৬৬ বিলিয়ন ডলার। ফলে রাশিয়াকে পেছনে ফেলে তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে সৌদি। একই খাতে ফ্রান্স খরচ করেছে ৫৭ বিলিয়ন ডলার, ভারত ৬৩ বিলিয়ন ডলার এবং ব্রিটেন খরচ করেছে মাত্র ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।