যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৩ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সাভান্নাহ উপকূলীয় শহরের একটি স্থানীয় বিমানবন্দরের কাছে হাইওয়ের পাশে সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়। খবর বিবিসি।

বিমানটি পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডের। বিমানের আরোহীরা একটি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে ন্যাশনাল গার্ড।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে বিমানের ধ্বংসাবশেষ এবং কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডের মুখপাত্র মাজ পল দেহলেন বলেন, আমরা নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এদের মধ্যে পাঁচজন বিমানের ক্রু এবং চারজন অতিরিক্ত যাত্রী।

jagonews24

বিমান বিধ্বস্তের পর কর্মকর্তা প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে, কমপক্ষে পাঁচজনের প্রাণহানি ঘটেছে। এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, দুর্ঘটনায় নিহত ন্যাশনাল গার্ডের নারী এবং পুরুষ সদস্য এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং প্রার্থনায় দয়া করে আপনারাও আমার সঙ্গে যোগ দিন।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।