সবচেয়ে দূষিত বায়ুতে ঢাকা তৃতীয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০২ মে ২০১৮

বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্ব সাস্থ্য সংস্থা (হু) বলছে, বিশ্বের মেগাসিটির শহরগুলোর সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।

বিশ্বের যে শহরগুলোতে এক কোটি ৪০ লাখ বা তার চেয়ে বেশি মানুষের আবাস রয়েছে; এমন শহরের বায়ুর মানের ওপর নির্ভর করে ওই তালিকা তৈরি করেছে হু। তবে বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর শহর হিসেবে প্রথমে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সবচেয়ে দূষিত বায়ুর শহরের চতুর্থ স্থানেও রয়েছে দেশটির ফিল্ম সিটি খ্যাত মুম্বাই।

অন্যদিকে, নয়াদিল্লির পর সবচেয়ে দূষিত বায়ুর তালিকায় দ্বিতীয় মিসরের গ্রেটার কায়রো শহর। এছাড়া চীনের রাজধানী বেইজিং রয়েছে পঞ্চম স্থানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় দৈনিক দ্য হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

বায়ুতে পাওয়া বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষই দূষিত বায়ুর মুখোমুখি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০১৬ সালে দূষিত বায়ুর প্রভাবে বিশ্বে ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৪২ লাখ মানুষের প্রাণ গেছে কল-কারখানা, কার, ট্রাক ও অন্যান্য যানবাহনের কারণে বায়ু দূষণে। এছাড়া অভ্যন্তরীণ দূষণে মারা গেছে ৩৮ লাখ।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।