দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব : মুশফিক


প্রকাশিত: ১০:২৫ এএম, ২৯ জুলাই ২০১৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড বরাবরই খারাপ। চলতি সিরিজের আগে ২০০৭ সালের বিশ্বকাপে ছিল একমাত্র জয়। আর আট টেস্টের সাতটিতে ইনিংস ব্যবধানে পরাজয়। চলতি সিরিজে সব ইতিহাস পাল্টে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। প্রথম টেস্টেও দুর্দান্ত খেলে ড্র আদায় করে নেবার পর এবার টাইগারদের চোখ টেস্ট সিরিজ জয়ে। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকের বিশ্বাস মিরপুর টেস্ট জয় করে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ।

টেস্ট জয়ের সম্ভবনা জানিয়ে বলেন, ‘সম্ভব তো অবশ্যই। তবে সত্য হলো, আমরা টেস্টে এখনো খুব বেশি ধারাবাহিকভাবে খেলতে পারছি না। তবে সাম্প্রতিক ফর্মের কথা বললে, আল্লাহর রহমতে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। ওয়ানডে-টেস্ট, দুই ফরম্যাটেই। এটাই আমাদের জন্য আত্মবিশ্বাসের দারুণ জায়গা।’

দক্ষিণ আফ্রিকার মত দলকে ২৪৮ রানে আটকাতে পেরে বোলারদের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে বলে জানান টাইগার অধিনায়ক। বলেন, ‘বোলারদের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে যে, ভালো জায়গায় বোলিং করে গেলে দক্ষিণ আফ্রিকার মতো দলকেও অলআউট করা যায়। সেটাও খুব কম রানে; ২৪৮ রান টেস্টে খুবই ছোট স্কোর। সে দিক থেকে বলবো যে, আত্মবিশ্বাস সবার মধ্যেই।’

চট্টগ্রামের খেলাকে পুঁজি করে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ঢাকায় নামতে চান মুশফিক। তবে দক্ষিণ আফ্রিকাও পূর্ণ পেশাদার দল। তাই তাদের বিপক্ষে সঠিকভাবে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় আশা সম্ভব বলে মানেন দেশ সেরা এই ব্যাটসম্যান। বলেন, ‘আশা করি আত্মবিশ্বাসের প্রভাব যেনো সামনের ম্যাচে পড়ে। এ সব কিছু মাথায় রেখেই ঢাকায় সেরা ক্রিকেট খেলতে হবে। যেহেতু এটা শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকাও জানে এমন পরিস্থিতিতে কিভাবে খেলতে হয়। তারা টেস্টে এক নম্বর দল। ওদের বোলিংটা পরিকল্পনা মতোই হয়। আমরা যদি সব কিছু ঠিকঠাক প্রয়োগ করতে পারি, তবে ফলাফলটা আমাদের পক্ষেও আসতে পারে। এমনকি সিরিজটাও আমাদের হতে পারে।’

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।