রাশিয়ায় ভারতীয় নৌবাহিনীর বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৮

ভারতীয় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পরীক্ষামূলক উড্ডয়নের পর রাশিয়ায় জরুরি অবতরণে বাধ্য হয়েছে। শনিবার নৌবাহিনীর ওই বিমানটি মস্কোর কাছে জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রুশ গণমাধ্যম বলছে, মস্কোর একটি বিমানবন্দরে অবরতরণ করা বিমানটিতে সাত আরোহী ছিল। এদিকে ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানবাহিনীর আইএল-৩৮ ফ্লাইটটিতে ভারতীয় নৌবাহিনীর কোনো ক্রু ছিলেন না।

বিমানবাহিনীর বিমানটি মেরামতের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে বলে ভারত জানিয়েছে। রুশ সংবাদ মাধ্যম আরটি বলছে, বিমানটির একটি অংশে ত্রুটি দেখা দেয়ায় মস্কোর ঝুকোভস্কি এয়ারফিল্ডের বাইরে বিমানটি অবতরণ করেছে।

ভারতীয় নৌবাহিনী বলছে, বিমানটির ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে কর্তৃপক্ষ। সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সিতারামন দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উভয় দেশ ঐকমত্যে পৌঁছেছে বলে জানান। ভারতের কাছে অস্ত্র এবং গোলাবারুদের অন্যতম সরবরাহকারী রাশিয়া।

সূত্র : এনডিটিভি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।