বগুড়ায় পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময় : অস্ত্র উদ্ধার


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ২৯ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

বগুড়ায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়কালে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অভিযানকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করেছে। এছাড়াও বগুড়ার শিবগঞ্জে পৃথক আরেকটি ঘটনায় পুলিশ গুলি ও পিস্তলসহ এক আইনজীবী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে।  

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জাগো নিউজকে জানান, মঙ্গলবার গভীর রাতে বগুড়া সদর উপজেলার সাখারিয়া নামাবালা গ্রামে দ্বিতীয় বাইপাস মহাসড়কের পাশে জনৈক জসিম উদ্দিনের একটি পরিত্যক্ত বাড়িতে ৭/৮ জন সন্ত্রাসী অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একদল পুলিশ সেখানে উপস্থিত হলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৭/৮ রাউন্ড গুলি ছোড়েন। এসময় পুলিশও পাল্টা ৫ রাউন্ড গুলি করে। গোলাগুলির সময় পুলিশ কনস্টেবল রেজাউল করিম ও উজ্জল আহত হন। পরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় জুম্মন নামের এক সন্ত্রাসীকে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।

জুম্মন শহরের উত্তর চেলোপাড়ার সামছুল ইসলামের ছেলে। পুলিশ সন্ত্রাসী জুম্মনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেন। গুলিবিদ্ধ জুম্মনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

অপরদিকে মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট মহাসড়কের শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে মোটর সাইকেল তল্লাশিকালে শিবগঞ্জ থানার পুলিশ একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ তিন মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করে।

শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাড়িদহ থেকে শিবগঞ্জ ভায়া বগুড়া যাবার পথে আমতলি বন্দরে বিশেষ অভিযান চালিয়ে বগুড়া সদর থানার কলেজ পাড়া ফুলবাড়ী এলাকার মৃত মুনছুর আলী মণ্ডলের ছেলে অ্যাড. হযরত বেলাল এসডু (৫০), শিববাটী এলাকার মৃত মলায় দাস গুপ্তের ছেলে পার্থ প্রতিম দাস গুপ্ত (৪৭) ও বাদুরতলা এলাকার আলহাজ্ব শাহ্ আলমের ছেলের মশিউল আলম দিপনকে (৪৫) গ্রেফতার করা হয়।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জাগো নিউজকে জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লিমন বাসার/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।