মালিতে প্রেসিডেন্ট নির্বাচন ২৯ জুলাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:২৭ এএম, ২৯ এপ্রিল ২০১৮

মালিতে প্রেসিডেন্ট নির্বাচন আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। শুক্রবার এক রাষ্ট্রীয় বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে স্থানীয় নির্বাচন পিছিয়ে বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে বলে বলা হয়েছে। খবর এএফপি’র।

দেশটিতে ইসলামি জঙ্গিবাদ ও নিরাপত্তাজনিত কারণে প্যানেল নির্বাচন ২০১৩ সাল থেকে ক্রমাগত পিছিয়ে দেয়া হচ্ছিল।

প্রেসিডেন্ট ইব্রাহিম বোউবাকার কেইতা ও প্রধানমন্ত্রী মোউমেইলোউ বোউবেয়ে মাইগা চলতি গ্রীষ্ম মৌসুমেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন।

কাউন্সিল অব মিনিস্টার্স এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম দফার নির্বাচনী প্রচারণা ৭ জুলাই শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত চলবে।
প্রয়োজন হলে ১২ আগস্ট দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী প্রণীত একটি পলিসি স্টেটমেন্ট সোমবার মালি’র জাতীয় পরিষদে পাশ হলে এই ঘোষণা দেয়া হয়।

নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে ডিসেম্বর মাসে তাকে নিয়োগ দেয়া হয়।

কেইতা এখনও নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেননি। তবে প্রায় বেশ কয়েকজন জানিয়েছেন যে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।