এত বড় ভুল গুগলে!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

ইন্টারনেট কোনো কিছু সার্চ করা খুবই সহজ। গুগলে যান, যা খুঁজতে চান টাইপ করুন। সঙ্গে সঙ্গেই আপনি ফলাফল পেয়ে যাবেন।

তবে যা-ই হোক এটা কিন্তু সব সময় ঘটে না।

বিশ্বাস না হলে আপনি টাইপ করুন ‘ভারতের প্রথম প্রধানমন্ত্রী’। দেখবেন গুগুল সঠিক তথ্যই দিচ্ছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী সার্চ দিলে পন্ডিত জওহরলাল নেহেরুর নাম চলে আসবে এবং উইকিপিডিয়ার একটি লিঙ্ক চলে আসবে। এ পর্যন্ত সবই ঠিক ছিল। তবে সমস্যা হলো ছবি নিয়ে। ছবিতে দেখাচ্ছে, নেহেরুর নামের পাশে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এএনআইয়ের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

টুইটারে অনেকে বিষয়টি নিয়ে টুইটও করেছেন।

তবে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশ থেকে গুগলে সার্চ দিলে দেখা যায়, এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী সেখানে নরেন্দ্র মোদির ছবি নেই। তবে জওহরলাল নেহেরুর ছবিও দেখা যাচ্ছে না।

সূত্র: এএনআই

এসআর/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।