চেলসির বিপক্ষে বার্সেলোনার হার
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে পরাজয়ের পর চেলসির কাছ থেকেও হারের স্বাদ পেলো গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনা। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে বার্সাকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ফেডেক্স স্টেডিয়ামে বুধবার ভোরের ম্যাচের ১০ মিনিটে ডিফেন্ডার কার্ট জুমার বাড়ানো বলে চেলসিকে এগিয়ে দেন মরিনহোর চোখে রোনালদোকে টপকে যাওয়া তারকা এডেন হ্যাজার্ড। আর এ গোলেই পিছিয়ে থেকে মধ্যবিরতিতে যায় পিকে-সুয়ারেজরা।
মধ্যবিরতির পর ৫২ মিনিটে লুইস সুয়ারেজের গোলে সমতা ফেরায় বার্সা। এরপর ৬৬ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহার বাড়ানো বলে বার্সাকে এগিয়ে দেন সান্দ্রো রামিরেজ। কিন্তু নির্ধারিত সময়ের শেষ দিকে ৮৫ মিনিটে উইলিয়ানের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে চেলসিকে সমতা এনে দেন ইংলিশ ডিফেন্ডার গ্যারি কাহিল।
এরপর টাইব্রেকারে পেনাল্টি নিতে এসে নিজেদের চারটি শটেই বার্সার জাল খুঁজে নেয় চেলসি। আর জেরার্ড পিকে ও তরুণ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার অ্যালেন হ্যালিলোভিক চেলসির জাল খুঁজে পাননি। এতে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মেসি-নেইমার বিহীন বার্সাকে।
এমআর/পিআর