তুরস্কে ভূমিকম্পে আহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে কমপক্ষে ৩৯ জন আহত ও বেশ কিছু বাড়ি-ঘর ধ্বংস হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রী আহমেদ দেমিরকান বলেছেন, ‘ভূমিকম্পে ৩৯ জন অাহত হয়েছে। এছাড়া চিকিৎসা নেয়ার জন্য আরো ৩৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে আহতদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।’

আরও পড়ুন : মেয়ে হয়েও ছেলের ভান করে ১৮ বছর পার

তুরস্কের জাতীয় দৈনিক ডেইলি সাবাহ বলছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৩টা ৩৪ মিনিটে সামাসাত জেলায় কম্পন অনুভূত হয়েছে। এতে বেশ কিছু বাড়ি-ঘর ধসে পড়েছে।

পার্শ্ববর্তী সানলাফা, গজিয়ানটেপ ও দিয়ারবাকি প্রদেশেও কম্পন অনুভূত হওয়ার খবর দিয়েছে ডেইলি সাবাহ।

আরও পড়ুন : রশি বেঁধে ১০০ ফুট দূরে গাড়ি টেনে নিলেন ‘লিঙ্গ বাবা’ (ভিডিও)

দেশটির দুর্যোগ এবং জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, সামাসাত এলাকার ৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।