কানাডায় গাড়ি হামলায় অন্তত ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৯ এএম, ২৪ এপ্রিল ২০১৮

কানাডার টরেন্টো শহরে পথচারীদের ওপর গাড়ি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। হামলার ঘটনার পর টরেন্টোতে পুলিশ ও উদ্ধারকারীদের তৎপরতা শুরু হয়েছে। খবর বিবিসি

স্থানীয় সময় দুপুর দেড়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) দিকে টরেন্টোর ইয়োনগি সড়কে এ ঘটনা ঘটনা ঘটে বলে বিবিসির খবরে বলা হয়।

অপরদিকে সিবিসি নিউজের খবরে বলা হয়, হামলার ঘটনায় গাড়িচালককে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, ঘটনাস্থলে চারটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ ঘটনার পর আশেপাশের সড়ক ও রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।